জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপির পদ বঞ্চিত নেতা-কর্মীরা ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে ।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপি নেতা জিএস সাচ্চু মিয়া, উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, বিএনপি নেতা এস এম শাহীন বিপ্লব, সিনিয়র বিএনপি নেতা আবু হায়াত সাবু, আনিচুর রহমান কামাল ,সাবেক জেলা কৃষক দলের সদস্য সচিব ইনামুল হক চন্দন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসানসহ অনেকে।
বক্তারা বলেন, গত বছরের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন এবং নির্বাচন হয়েছিল। এ সম্মলেনে অংশগ্রহনকারী ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সকল নেতাকর্মী জেল-হাজত খাটা কর্মী। নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিদ্বন্দী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তারা বলেন,বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম টাকার বিনিময়ে আওয়ামীপন্থি লোক নিয়ে কমিটি গঠন করেছে। বির্তকিত ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে আমরা এতে হতভম্ব হয়েছি। উচ্চ শিক্ষিত ত্যাগী সিনিয়র নেতা সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ভিপি শফিকুল ইসলাম সবুজ, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু ,মেম্বর পলাশ, খোকন সরদার, রবিউল ইসলাম পলাশসহ অনেকের নাম বর্তমান কমিটিতে নেই। অবিলম্বে উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীকে নিয়ে কমিটি গঠনের দাবী জানান তারা।
এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ জানান, যোগ্য ত্যাগি নেতাকর্মীদের কমিটিতে রাখা হয়েছে । লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু জানান, অভিযোগকারীদের সকল অভিযোগ সত্য নয়,অধিকাংশ নেতাদের মতামতের ভিক্তিতে কমিটি করা হয়েছে। সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম ভাষ্য যোগ্য সব নেতার নাম দেওয়া সম্ভব হয়নি,কমিটি করার ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে।