জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার প্রতিষ্ঠাতা শামুকখোলা নিবাসী কাজী আকতার হোসেন মানিক (মানিক কাজী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার সকাল ৯ টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। কাজী আকতার হোসেন মানিকের (মানিক কাজী) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মচিয়ার রহমান, সাধারণ সম্পাদক ও নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব শিকদার, কাজী আব্দুল আলিম, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, স্থানীয় নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সৈয়দ নবাব আলী, সৈয়দ মাসুম রেজা প্রমুখ।
এ দিকে আজ রোববার বাদ আসর শামুকখোলা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদের পাশে দাফন করা হয়।জহুরুল হক মিলু, লোহাগড়া, ০৮-১০-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪