জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি (বৃহস্পতি ও শুক্রবার) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন বৃহস্পতিবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার লাল ফিতা কেটে উদ্ধোধন করেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব।
দ্বিতীয়দিন শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৪ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামচুল হক, লোহাগড়া সরকসরি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, জয়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেন প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।