জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজার পক্ষে উঠান বৈঠক করেছেন দিঘলিয়া ইউনিয়নে ৫ নং ওয়ার্ড ও ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকলেজ মোল্যার বাড়ি আঙিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোকলেজ মোল্যা। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী, নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার আরমান, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তাজমুল হোসেন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মিয়া, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাইয়ুম শেখ, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জসিম মল্লিক, ছাত্রলীগ নেতা মারুফ ও রাজ প্রমুখ।
যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করেছে, দেশে উন্নয়ন হয়েছে, বিশ্ববাসীর নিকট বাংলাদেশ একটি উন্নয়ন দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে।তাই আপনাদের নিকট দাবী আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাশরাফিকে জয়যুক্ত করবেন।