জহুরুল হক মিলু লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডি মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ ৩য় বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্টান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার(২ মে)বিকেল ৫ টার দিকে কামঠানা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডি মাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মহতী ধর্মসভার মধ্যে দিয়ে মহোৎসব শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মো্র্ত্তজার উপস্থিত থাকার কথা থাকলেও আজ জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি বুধবার(১ মে)সন্ধ্যায় কামঠানা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডি মাতা ও রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও এলাকার জনগনের সাথে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের উদ্ধোধক নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. বাবু সুবাস চন্দ্র বোস পাঁচদিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মন্দিরের সাধারণ সম্পাদক বাবু গৌরাঙ্গ কুমার সাহা। কামঠানা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডি মাতা ও রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি বাবু প্রভাস চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বাবু রনজিৎ কুমার টিকাদারের সঞ্চালনায় বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু পংকজ কুমার সরকার, আওয়ামী লীগ নেতা মো. বাবুল মুন্সী, কামঠানা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাচন্ডি মাতা ও রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মানতু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রনব সরকার, প্রদীপ বিশ্বাস, আনন্দ সরকার প্রমুখ।
মহানাম সুধা পরিবেশনায়- কৃষ্ণভক্ত সম্প্রদায় (সঞ্জশ গাইন) বটিয়াঘাটা- খুলনা, শান্তি নিকেতন সম্প্রদায় (কানাই লাল হালদার) মানিকগঞ্জ-ঢাকা, প্রভূজী সম্প্রদায় (শেফালি ওঝা) গোপালগঞ্জ, রাধা বিনোদ সম্প্রদায় (বুলবুলি বিশ্বাস) কুষ্টিয়া, গোকুল কৃষ্ণ সম্প্রদায়(গৌতম মন্ডল) গোপালগঞ্জ, ভক্ত নরোত্তম সম্প্রদায় (উত্তম চক্রবর্তী) বাগেরহাট ও শ্রীশ্রী রক্ষাচন্ডীমাতা সম্প্রদায় কামঠানা, লোহাগড়া।