জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) প্রথম দিন জাতীয় সংগীতের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
দ্বিতীয় দিন সোমবার (১০ ফেব্রুয়ারী) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তামজীদ হাসান, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোঃ মোশাররাফ হোসেন কামরুল, ডাঃ গোলাম মোস্তফা, মোঃ তারিকুল ইসলাম, অ্যাডঃ লতিফুর রহমান, লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মশিয়ার রহমান প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিচিত্রানুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ ও অতিথিবৃন্দ।
এছাড়াও বিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ক্রীড়া ধারাভাষ্যকারে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেন, মুক্তি রানী কর ও আম্বিয়া খাতুন।