জহুরুল হক মিলু , লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পযর্ন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জেলা প্রাশসক শারমিন আক্তার জাহান হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
জেলা প্রশাসক বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সংকর অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ কুমার চক্রবর্তী, সাংবাদিক রূপক মুখার্জিসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রথম বারের মত লোহাগড়ায় আগমনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।