জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর গ্রহন করা ২৯ জন শিক্ষক ও কার্মচারিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী এসব শিক্ষক ও কর্মচারিদের মধ্যে ২৪ জন শিক্ষক ও ৫ জন কর্মচারি রয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়াতুজ্জামান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, সহকারি প্রধান শিক্ষক হাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
অবসর ।শিক্ষক হলেন- সাবেক প্রধান শিক্ষক শ.ম আনোয়ারুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মুন্সী মোয়াজ্জেম হোসেন, সরদার আসাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সাবেক সহকারি প্রধান শিক্ষক অরবিন্দ আচার্য, সরদার আবু বক্কর, সমির কুমার সাহা, হিরোক কুমার দে, শ্রীবাস দত্ত, শেখ আতিয়ার রহমান, মোঃ ফজলুল হক, সুকুমার দাস, মোঃ জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, মোল্যা মনিরুজ্জামান, আক্কাজ উদ্দীন, মোলাঃ আসাদুজ্জামান, আনোয়ারুজ্জামান মুকুল, মওঃ আতিয়ার রহমান, বিশ্বনাথ ভৌমিক, মোঃ সাহিদুর রহমান, সৈয়দ শামচুল হক, চিনময় ব্যানার্জী, উজ্জ্বল বিশ্বাস।
কর্মচারী হলেন- আব্দুল মালেক বিশ্বাস, মোঃ আকবর হোসেন, শেখ আব্দুল মতিন, শেখ মহিউদ্দীন, এনামুল হক লিচু