জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু।
লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ মিলু শরিফের সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মোস্তাহিদুর রহমান পলাশ, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এছাড়া বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে সাবেক মন্ত্রী জননেতা মরহুম
তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।