জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বুধবার (১ মে)সকাল ১০ টায় উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় শোভাযাত্রাটিতে লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফুজ্জামান, সহ-সভাপতি মোঃ ইকরাম মল্লিক, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ টুলু শিকদার, অর্থ সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাবেক সভাপতি মোঃ ইদ্রিস মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মেঃ তারিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেনসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। সভায় বক্তব্য দেন উপজেলার জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মোস্তফা কামাল লিওন, লোহাগড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, মোঃ আলম শেখ, সাবেক সভাপতি মোঃ ইদ্রিস মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মে দিবসের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।