জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ হাজার ৪০০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে কোরআান তেলাওয়াত করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন।
কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হৃদয় হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি প্রমুখ।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার ৫ হাজার ৪০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডি এসি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।