জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে মুগ ও তিল ফসলের উৎপাূদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪১০ জন কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়।
কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ ।
এতে সভাপতিত্ব করনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান।
এসময় লোহাগড়া লোহসগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক শ্যামল চন্দ্র রায়, পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ রুমা খাতুনসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩৫০ জন কৃষককে জনপ্রতি এক বিঘা জমির জন্য ১ কেজি তিল ১০ কেজি ডি এপি ও ৫ কেজি এমওপি সার এবং ৬০ জন কৃষককে জনপ্রতি এক বিঘা জমির জন্য ৫ কেজি মুগ কলাই ১০ কেজি ডি এপি ও ৫ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।