জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও যশোর পঙ্গু হাসপাতালের সৌজন্যে এবং হেলথ্ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান
বলেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে অর্থোপেডিক সার্জন বিশেষজ্ঞ প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফসহ বিভিন্ন রোগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সককাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত বিনামূল্যে তিন শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছেন।