জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
এসো সবাই মিলি স্মার্ট লোহাগড়া গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নড়াইলের লোহাগড়া উপজেলাকে স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ফয়জুল হক রোমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি মোঃ জামিনুর রহমান, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ রবিউল ইসলাম, লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল লিওন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।