জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ আকুব্বার মোল্যা ওরফে আকবার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বর) মোঃ শহিদ শেখ বিযয়টি নিশ্চিত করেছেন।
মোঃ আকুব্বার মোল্যা কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, নিহত আকুব্বার মোল্যা পেশায়নারিকেল গাছি ছিলেন। আজ সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের উপর পড়ে যান। পরে তাঁর শরীরে দেয়ালে থাকা কাঁচ পিঠের ভিতর ঢুকে তিনি ঘটনাস্থলেই মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।