লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিজোযন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন, নড়াইল জেলা অতিরিক্ত উপ-পরিচালক মেঃ ফরিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার ও লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হৃদয় হোসেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণে অংশ নেয়।
এ প্রশিক্ষণে প্রশিক্ষকরা ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদনে করুণীয় বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণার্থীদের মধ্যে ধারণা দেন।