জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দীন।
কোরআান তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সমদ্দার
শুভেচ্ছ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, নড়াইল জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ হাদিউজ্জামান,
কৃষক নাজমুল হক প্রমুখ।
এর আগে একটি র্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার,
উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নড়াইল জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ হাদিউজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সমদ্দার, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে ১৩ ফেব্রুয়ারী পর্ষন্ত। মেলায় স্মাট কৃষি প্রযুক্তি বিষয়ক ১১ টি স্টিল রয়েছে।