লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মোঃ জনি শেখ (২০) নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার লোহাগড়া- মহাজন সড়কের লক্ষীপাশা রাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বুধবার সকালে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে লোহাগড়া বাজারের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে লোহাগড়া-মহাজন সড়কের লক্ষীপাশা রাজপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোযণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ০৮-১১-২৩, ০১৯২৫-৪৪১৯৫৪
Leave a Reply