লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠুন মৈত্র। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।
উপজেলা সমবায় সহকারি পরিদর্শক মোঃ হাদিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পরিচালক মোঃ হাসিবুর রহমান, ,লোহাগড়া উপজেলা কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছাঃ সুরাইয়া ইসলাম রিক্তা, সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান, পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস প্রমুখ।
এছাড়া উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, ধানাইড় গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ ইউনুস হোসেন পলাশ, মধুমতি মহিলা সমবায় সমিতির সভাপতি জয়ন্তী মজুমদার, সহসভাপতি রওশনারা আফরোজ, ধানাইড় গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজার মোসাঃ শেফালি বেগমসহ সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, লোহাগড়া উপজেলায় কেন্দ্রীয় ২ টি, বর্তমানে নিবন্ধিত সমিতির প্রাথমিক সংখ্যা ২৫০ টি, সমিতির সদস্য সংখ্যা ২৮ হাজার ৪৮ জন। এবছর সরকারি রাজস্ব আদায় ১ লাখ ১৬ হাজার ১৪০ টাকা এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ৩৮ হাজার টাকা। এবং সমবায় উন্নয়ন তহবিল আদায় ২৬ লাখ ২১ হাজার ৯৫৪ টাকা।