জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়ড়াইলের লোহাগড়ায় এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য সৈয়দ শামচুল আলম কচি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম টুটুল, উপজেলা যুব লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, জেলা মহিলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হুসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমুল পর্যায়ে জোরালোভাবে কাজ করতে হবে বলে এ সভায় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সম্পর্কিত বিভিন্ন সভা-সমাবেশেরও একটি পরিকল্পনা নেওয়া হয়।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ পাখি, সৈয়দ বোরহান উদ্দিন, মোঃ হাসান মাহমুদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।