জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর মেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কারুজ্জামান মিয়া, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম তামজিদ হাসান, উপজেলা মহিলা বিযয়ক কর্মকর্তা মোসাঃ শিরিনা খাতুন প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থী, আত্নকর্মী ও যুব সংগঠক বৃন্দ উপস্থিত ছিলেন।