জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।
উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস, প্রমুখ।
এছাড়া যুব সংগঠক জয়ন্তী মজুমদার, মিনি খাতুন, মোঃ সেলিমুজ্জামান, মোঃ ইকরামুল, মোঃ নাজিমুদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩০ জন উপকারভোগিদের মাঝে যাতয়াত ভাতা বিতরণ করা হয়।