জহুরুল হক মিলু লোহাগড়া নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার উদ্দ্যোগে ৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর-২৪ পর্যন্ত খেলাপী ঋণ আদায়, নতুন ঋণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্তান্ত বিশেষ কর্মসূচি পরিপালন উপলক্ষে খেলাপী ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে উপজেলার লক্ষীপাশা সোনালী ব্যাংক কার্যালয়ে খেলাপী ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ম্যানেজার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল অফিস নড়াইল সোনালী ব্যাংক পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রিন্সিপাল অফিস নড়াইল সোনালী ব্যাংক পিএলসি এর এজিএম মোঃ নুরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাপস কুমার মজুমদার, গ্রাহক মোঃ মেহেদী হাসান, মোঃ মুরাদউদৌলা, মোঃ বদিয়ার রহমান প্রমুখ।
এছাড়া লক্ষীপাশা সোনালী ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার সঞ্জয় দে, প্রিন্সিপাল অফিসার উজ্জল কুমার সরকার, সিনিয়র অফিসার রাজীব কুমার বিশ্বাসসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারি ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
বৈদেশিক রেমিট্যান্স বেশি আসায় পাঁচজন গ্রাহককে বিশেষ পুরস্কার দেওয়া হয়।