জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
হেমন্ত আমাদের নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। নতুন ধানের সাথ নাতিশীতোষ্ণ আবহাওয়ার এক অপূর্ব মিশেলে হাজির হয় এই ঋতু। আর তাই হেমন্তের তাৎপর্যকে বুকে নিয়ে নড়াইলের লোহাগড়ায় কবি আতিয়ার রহমান পরিষদ আয়োজন করে এ হেমন্ত উৎসব।
শুক্রবার বিকেল ৪ টার দিকে লোহাগড়া কলেজপাড়া শাকিরা কালচারাল একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত, কবিতা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন কবি আতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. ওয়াহিদুর রহমান, নাট্যকার মো. আনিচুর রহমান কামাল, কবি টিপু সুলতান, শিল্পী মনিরুল ইসলাম, শাকিরা তাসনিম অহনা, শ্রেষ্টা তাননিম অর্পা, কবি মো. রাজিবুল ইসলাম, সমাজ সেবক মাইদুল ইসলাম তাজু, শাহাদত হোসেন, জুবায়ের ইসলাম ও রায়হান ইসলাম প্রমুখ।
মো. ওয়াহিদুর রহমান বলেন, আমাদের বাঁচতে হলে জীবন উপভোগ করতে হলে অবশ্যই আমাদের প্রকৃতির কাছে ফিরে যেতে হবে। হেমন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা প্রকৃতির কাছে ফিরে যেতে চাই। তিনি আরও বলেন, আশা করি সবার স্বতঃর্স্ফুত অংশগ্রহনের মধ্যে প্রতি বছর একইভাবে হেমন্ত উৎসব পালন করবো।