জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি পদপ্রার্থী মোঃ সাচ্চু মিয়া (মোটরসাইকেল) তার সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোডাউন করেছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১২ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সমর্থকদের নিয়ে এই মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। এছাড়া তিনি উপজেলার ইউনিয়ন বিএনপি কমিটির ভোটাদের সাথে কুশাল বিনিময় ও ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করে মোটরসাইকেলে ভোট চান তিনি।
এসময় তার সাথে ছিলেন মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি মোল্যা মোহাম্মদ হোসেন মল্লিক, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান, বিএনপি নেতা বিপুল কাজী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল হোসেন, কৃষক নেতা মাহাবুর রহমান, মোহাম্মদ লিটন শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবক মোহাম্মদ মিলন গাজি, লোহাগড়া পৌর বিএনপির আহবায়ক মোঃ শাহিদ আলম শিপলুসহ অনেকে।
উল্লেখ্য আগামী ২৬ অক্টোবর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভোট দিবেন ১২ ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কমিটির সদস্যরা এবং পৌরসভার পৌর ওয়ার্ড কমিটির সদস্যরা। উপজেলা বিএনপি মোট ভোটার সংখ্যা ৮৫২ জন এবং পৌর বিএনপি মোট ভোটার সংখ্যা ৪৬১ জন।