জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু।
সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি মুর্শিদা ইয়াসমিন, প্রশিক্ষক চায়না খানম, প্রশিক্ষক শিউলী রায়, বিনা খানম, ইমরানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।