লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মযার্দায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, শোভাযাত্রা, দোয়া মাহফিল, কেক কাটা।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কাযার্লয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনিচুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহসীন উদ্দিন প্রমুখ। এছাড়া আসলাম উদ্দিন ঠান্ডু মোস্তফা কামাল লিয়ন, আবুল বাসার, কামাল হোসেন, বিএম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের অপশক্তিকে রুখে দিতে হবে।