জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সড়ক অবরোধ-আন্দোলনের নামে ভাঙচুর, হত্যা, অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর মুক্তিযোদ্ধা মঞ্চে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়।
এতে লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী বছিরুল হক বছির, লোহগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, লোহাগড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আনিচুর রহমান, মো. মাসুদ পারভেজ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহসীন উদ্দিন, যুবলীগ সদস্য বুলবুল শিকদার সেলিম, আসলাম উদ্দিন ঠান্ডু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন, সাধারণ সম্পাদক সজিব মুসল্লী প্রমুখ।
শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, বিশ্বের বুকে আত্ন-মযার্দাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে নানা ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। হরতাল অবরোধের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাঁদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে।
এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উুপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জহুরুল হক মিলু, লোহাগড়া, ০২-১১-২৩, ০১৯২৫-৪১৯৪