জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার আইন শৃঙ্খলা, দ্রব্যমুল্য নিয়ন্ত্রয়ণসহ সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবু তালহা,বিশিষ্ট মানবিক সংগঠক সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়াল্ডের কাউন্সিলর বিএনপি নেতা মো মিলু শরিফ, লোহাগড়া বাজার বণিক সমুতির সাধারণ নজরুল ইসলাম, লোহাগড়া বিএনপির ভারপ্রাপ্ত পৌর আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিপলু প্রমুখ। এছাড়া এ মতবিনিয়ম সভায় উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের বিদ্রেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, এখন দেশে একটা অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের দায়িত্ব এবং বাজার মনিটরিং এর দায়িত্ব পালন করছে। তারা আরও বলেন, আমরা চাই দেশে আর কোনো দুর্নীতি অনিয়ম না থাকুক, যেখানে দুর্নীতি হবে সেখানেই সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। মতবিনিময় সভায় সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য আহবান জানান নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।