জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবু রিয়াদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, প্রমুখ।
এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।