জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, প্রমুখ।
আলোচনা শেষে প্রশিক্ষিত ৪ জন দুঃস্থ মহিলা কেয়া খাতুন, সালমা সুলতানা, কুলসুম খানম ও কাকলী রানী বিশ্বাসের মাঝে সেলাই মেশিন এবং ৬ জন দুঃস্থ মহিলা শাহানা খাতুন, রুপসী খাতুন, রিজিয়া বেগম, হামিদা বেগম, ফারজানা আক্তার রাখি ও রোজিনা পারভীনের মাঝে দুই হাজার করে বিতরণ করা হয়।
পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তাদের পরিবারের সকল শহীদদের আত্নার মাগফেরাতসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।