রাকিব হোসেন ,লালমনিরহাট প্রতিনিধি: সীমান্তে নিরীহ লোকজনকে গুলি করে মারা হচ্ছে। লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে সুবল চন্দ্র (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার ১৪ই জুলাই ভোরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিসতলী সীমান্তের মেইন পিলার ৯২০ এর সাব পিলার ৮ সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
বিজিবি সুত্রে জানা যায়, সুবল চন্দ্র ভেলাবাড়ী দুলালী সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল ভারতের হিজলতলা গ্রাম দিয়ে গরু আনতে যান। ভোরে সবাই মিলে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় ভারতের ৭৫ ব্যাটালিয়নের রানীনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।এ সময় সবাই পালিয়ে আসেন। তবে ঘটনাস্থলে সুবল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত সুবল চন্দ্র উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।
ভেলাবাড়ী ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর রজব আলী বলেন, ঘটনার পর বিএসএফ টেনে হেঁচরে লাশটি নিয়ে গেছে। বাংলাদেশ থেকে চার গজ দূরে ভারতের ভেতরে মরদেহটিকে ঘিরে রেখেছে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বলেন, ভারতে অভ্যন্তরে একটি মরদেহ পড়ে রয়েছে বলে জেনেছি। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিগত ৬ মাসে রংপুর রিজিওনের লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ৪ আহত ৪ এবং নির্যাতনের শিকার আরও ৩ জন বলে জানান জেলা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।