রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধি :শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরুপ (২০২০-২০২১) সনদ পেয়েছেন ডাক-টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের কম্পিউটার অপারেটর মোঃ খালিদ হাসান। তিনি ওই মন্ত্রনালয়ের আইটি সেল শাখায় কর্মরত রয়েছেন। গত ২৭ জুন মন্ত্রনালয়ের এক অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় ডাক – টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব আফজাল হোসেন স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া রসূলগঞ্জ মহল্লার বাসিন্দা ফজলে রহমান ছেলের সাফল্যে মহা খুশি। ছেলের জন্য পিতা হিসেবে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। খালিদ হাসানের বড় ভাই রেয়াজুল আলম মিঠু বলেন, তাঁর ছোট ভাই ছোটবেলা থেকে খুবই মেধাবী। একজন মানুষ হিসেবে আচরণে অত্যন্ত নম্র – ভদ্র ও শুদ্ধ ভাষায় কথা বলেন পাটগ্রামের কৃতি সন্তান খালিদ হাসান।