রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে লটারি ক্লাব এর জমি দখল কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে। গুরুতর আহত দশজন চিকিৎসাধীন অবস্থায় পাটগ্রাম হাসপাতালে অবস্থান করছে। পাটগ্রাম হাসপাতাল সুত্রে জানা যায় গুরুতর আহত কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেলে পাঠানো হয়েছে । গুরুতর আহত ব্যক্তিরা হলেন দহগ্রাম ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা আব্দুল মালেক (২৫) পিতাঃ তইবার আলী, আলী হোসেন (২৮) পিতাঃ আমিনার হোসেন, আশরাফ আলী( ৫০), আহিমা বেগম (৪৫)স্বামী- আমিনার, মরিয়ম বেগম (৪৫) স্বামী- তোফাজ্জল, রফিকুল পিতা আমির হোসেন, আব্দুর রহিম, পিতা আমির হোসেন, তাৎক্ষণিকভাবে নাম না জানা আরো অনেকেই রয়েছেন।
এলাকাবাসী জানায় পরিস্থিতি বেসামাল হলে ঘটনাস্থলে পাটগ্রাম থানা পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির সদস্যরা অবস্থান রয়েছেন।