রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ১১ জুলাই রবিবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম আঙ্গোরপোতার বিভিন্ন বাজারে সরকারেরর লকডাউন বাস্তবায়ন করতে সাধারণ মানুষকে বুঝানোর জন্য এবং যারা অযথা বাজারে মাস্ক ছাড়া ঘুরাঘুরি করছে তাদের মাস্ক পরিয়ে দিয়ে ঘরে থাকার জন্য অনুরোধ করছেন দহগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এ সময় দহগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে আমরা সবাই সচেতন ভাবে চলাফেরা করবো। নিজে মাস্ক পরবো এবং অন্যকে মাস্ক পরতে বলবো।সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবো।আজ আমরা ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ এবং অযথা যাঁরা বাইরে ঘুরাঘুরি করছে তাদের ঘরে থাকার জন্য অনুরোধ করছি। করোনা প্রার্দুভাবের শুরু থেকেই অসহায় দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি নিজ অর্থায়নে প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছি।সমাজের বিত্তবান শ্রেণির মানুষ গুলো কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন,দহগ্রাম ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম , সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইদুল ইসলাম, দহগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ফিরোজ আশরাফি,এবং নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম , দহগ্রাম ছাত্রলীগের সদস্য, সাগর, আতিক সৌরভ সহ নেতৃবৃন্দ।