লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট কালীগঞ্জ ৮নং কাকিনা ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের বিদুয়ার মাল্লি এলাকার স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দীন (৬০) নামের এক বৃদ্ধকে জমির সীমানা কাটার সূত্র ধরে পার্শ্ববর্তী বাড়ির এলাহি (৫৫) নামের এক ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পিটিয়ে হত্যা করেছেন।
জানা গেছে গতকাল রবিবার দুপুরে এলাহি ও নিজাম উদ্দীন এর জমির সীমানা নিয়ে এ বিরোধ শুরু হয় ।
বৃদ্ধ নিজাম উদ্দিন ও এলাহির কথা কাটাকাটির এক পর্যায়ে এলাহি কোদালের হাতল দিয়ে নিজাম উদ্দিন বুকে আঘাত করলে ঘটনা স্থলেই আহত নিজাম উদ্দিনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তাৎক্ষণিক ভাবেই এলাকার পল্লী চিকিৎসক ইদ্রিস আলীকে ডেকে আনলে তিনি বলেন রোগীর অবস্থা খুবই আশংকা জনক বলে জানান। এর কিছুক্ষণ পরেই বৃদ্ধ নিজাম উদ্দীন(৬০) মৃত্যু বরণ করেন।
এ ঘটনা কালীগঞ্জ থানা পুলিশ জানতে পারলে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ঘটনার সাথে জড়িত সন্ধেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান আমরা ঘটনাস্থল থেকে কয়েক জনকে সন্ধায় আটক করেছি। অভিযোগ প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনা হবে এবং ঘটনার দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িত শাস্তি নিশ্চিত করা হবে।
তবে এ ব্যাপারে কোন পক্ষেই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করতে আসেনি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করবে।