রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহীকর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা দুটি চেয়ারের ব্যবস্থা করেছেন পাটগ্রাম উপজেলার ইউএনও এম সাইফুর রহমান।
বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রয়োজনে কার্যালয়ে আসলে এই চেয়ারে বসতে পাবেন। ইউএনও সাইফুর রহমান এর প্রশংসনীয় উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, তার চেয়ারের ডানদিকে নির্দিষ্ট করে দেওয়ালে লিখে রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন।
ইউএনও সাইফুর রহমান বলেন, ‘আজকে আমি ইউএনও’র চেয়ারে। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তারা আমাদের বাংলাদেশ উপহার দিয়েছেন।
তাদের সম্মান দিয়ে এখানে চেয়ার রাখতে পেরে আমি গর্বিত। বীর মুক্তিযোদ্ধারা সবসময় শ্রদ্ধার পাত্র। তিনি আরো বলেন,শুধু দু’জন নয় নির্দিষ্টকরণের জায়গাতে একাধিক বীর মুক্তিযোদ্ধা বসতে পারবেন সে ব্যবস্থা রয়েছে।