রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ইয়াবা ও গাঁজা ক্রয় ও সেবন করতে গিয়ে সাবেক ছাত্র নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মধ্য রাতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করে হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা সাবেক ছাত্রনেতা ও সিঙ্গিমারী গ্রামের আদম শফিউল্লাহর ছেলে নিয়াজ আহেম্মদ বাপ্পী, ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে আতোয়ার রহমান, নুর ইসলামের ছেলে লাভলু হোসেন, টংভাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফাহমিদুল ইসলাম সিক্ত।
পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার সমজুদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ি থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটক ৪ জনকে ইতোমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।