রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে
(১৫ জুন) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোট ৫ জন। বাউরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাউরা ইউপির বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল , সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাবিউল হক মিরন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিচুর রহমান মিঠু, বাউরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ব্যবসায়ি আবুল হোসেন।
বাউরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার কর বাপ্পা জানিয়েছেন, ২৯ এপ্রিল, শুক্রবার এক বর্ধিত সভায় ৫ মনোনয়ন প্রত্যাশী তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীর উপস্থিতিতে মনোনয়ন প্রস্তাব উত্থাপন করেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন পাটগ্রাম উপজেলার ৬ নং বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছেন।