রাকিব হোসেন ,লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা কার্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মেয়র রাশেদুল ইসলাম সুইটের ব্যতিক্রমী উদ্যোগে করোনা প্রতিরোধে পৌরসভার প্রতিটি মসজিদে জীবাণুনাশক স্প্রে মেশিন বিতরণ ও পাটগ্রাম পৌরসভার জনসাধারণের জন্য অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় এমপি মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট বি-সার্কেল এএসপি তাপস সরকার। এ সময় পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট জানান, করোনা বর্তমানে বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। সেই প্রতিকূল অবস্থা কে সামনে রেখে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। করোনা প্রতিরোধ করার চেষ্টা করছি বাকিটা মহান রাব্বুল আলামিনের দরবারে ভরসা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন নিজ হাতে জীবাণুনাশক স্প্রে মেশিনগুলো বিতরণ করেন।একই সাথে অক্সিজেন সরবরাহ সিলিন্ডার ব্যবস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি সকলকে সরকারের বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, লালমনিহাট জেলা আওয়ামী লীগ সদস্য নুরে আলম আজাদ জুয়েল, আওয়ামী লীগ নেতা আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সাজেদা আক্তার, সম্পাদক মনোয়ারা বেগম, পৌর ছাত্রলীগ সভাপতি রাহুল মহাজন, কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মাহবুব কামাল মুন্না, ছাত্রলীগ নেতা খলিলুর রহমান বাদশা এবং ১ থেকে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সীলরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।