রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধি :- লালমনিরহাট পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জন্ম হয় বর্তমান ক্ষমতাসীন দলটির।
সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর পূর্তিতে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব রুহুল আমিন বাবুল, পাটগ্রাম পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক আসিফ ইকবাল রাশেদ,বাংলাদেশ কৃষক লীগ পাটগ্রাম উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রাব্বি, ও পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফিন আহম্মেদ পায়েল সহ প্রমুখ