রাকিব হোসেন লালমনিরহাট প্রতিনিধি
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউপিতে নৌকা, একটিতে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী এবং একটিতে সতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ।
বৃহস্পতিবার (১১নভেম্বর) রাত ৯টায় বেসরকারী ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচিত প্রতিনিধিরা হলেন, কমলাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ ওমর চিশতী (নৌকা) , ভাদাই ইউপিতে কৃষ্ণ কান্ত রায় বিদু (নৌকা), মহিখোচা ইউপিতে মোসাদ্দেক চৌধুরী (নৌকা), দুর্গাপুর ইউপিতে আসাদুজ্জামান নান্নু (নৌকা), সাপ্টিবাড়ি ইউপিতে একেএম আব্দুর সোহরব (নৌকা), ভেলাবাড়ি ইউপিতে মোহাম্মদ আলী (নৌকা), সারপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একেএম হুমায়ুন কবির (মোটরসাইকেল), পলাশী ইউপিতে সতন্ত্র প্রার্থী আলাউল ইসলাম ফাতেমি পাভেল(ঘোড়া) বিজয়ী হয়েছে।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন, প্রশাসন সহ সকলেই খুশি।
Leave a Reply