সমুজ আহমদ সায়মন বিশ্বনাথ (সিলেট) থেকেঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। তফশীল ঘোষণার আগেই প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন। প্রার্থীদের নিয়ে হাট বাজারের চায়ের দোকান সহ গ্রামের প্রত্যেকটি অলিগলি এখন আলোচনা আর সমালেচনার তুঙ্গে।কে হবেন আগামী দিনের চেয়ারম্যান? নতুন কেহ, নাকি আবারও হেট্রিক বিজয়ী বর্তমান চেয়ারম্যান?এ নিয়ে চুলছেরা বিশ্লেষন করছেন এলাকার সাধারন ভোটাররা। এরি মধ্যে সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীরাও বসে নেই এক মূহুর্তের জন্য।দলের মনোনয়ন নিজের আয়ত্বে নিতে চলছে জোর প্রচেষ্টা। জেলা উপজেলা এমনকি কেন্দ্র পর্যায়েও চলছে লবিং। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার-বিলবোর্ডে পাল্টে গিয়েছে প্রতিটি গ্রাম-গঞ্জের চিত্র।পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীরা তাদের অনুসারীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি চড়ে বেড়াচ্ছেন। এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সমাবেশে যোগ দিয়ে তাদের প্রার্থীতার পক্ষে জনসমর্থন আদায়ে নানা কৌশল অবলম্বন করছেন।
দোকানে দোকানে শুরু হয়েছে দিনভর চায়ের আড্ডা, চলছে ভোটের আলাপ। হিসাব নিকাশও কষছেন প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে। এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশ্লেষক, পেশাজীবী লোকজনও। সরেজমিনে লামাকাজী ইউনিয়ন ঘুরে দেখা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন,দেড় যুগের পাকাপোক্ত দূর্গ দখলে নিতে পারবেন কি নৌকার সম্ভাব্য মাঝি জহুরুল হোসেন জহির? না আবারও চেয়ারম্যান হয়ে যাবেন একাধারে তিনবারের বিজয়ী কবির হোসেন ধলা মিয়া! আমার মতো এ প্রশ্ন গোটা ইউনিয়নের সকল জনসাধারণেরও।
ইউনিয়নের আরেকজন অল্প শিক্ষিত যুবক শাহেদকে জিজ্ঞেস করলে তিনিও বলেন, এবারের নির্বাচন একটু ভিন্ন মাত্রার। ধানের শীষ প্রতীক নেই এবং বিএনপির কোন প্রার্থী সরাসরি দলীয় মনোনয়নে প্রার্থী হতে পারবেন না মনে হয়।আর যদি প্রার্থী হন তবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকা প্রতিকের সাথে পাল্লা দিয়ে কতটুকু সফল হবেন এ নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই। আর এ কারণেই এবার নৌকার চেয়ারম্যান প্রার্থীকে অনেকটা এগিয়ে রাখছি আমি।
নৌকার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহুরুল হোসেন জহিরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,তিনি নৌকা প্রতিক পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। যদি আমার দল আমাকে নৌকা প্রতিকে মনোনীত করে ইনশাআল্লাহ আমি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ ইউনিয়ন থেকে নৌকার বিজয়টা উপহার দিতে পারবো।
এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক দুই বারের চেয়ারম্যান মরহুম আব্দুল মজীদ এর ছেলে মোহাম্মদ জহুরুল হোসেন জহির। গতবারের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী ও রাগীব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডাঃ শাহনুর হোসাইন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ফয়সাল আহমদ।
তবে চুড়ান্ত মনোনয়ন ও প্রত্যাহারের পর জানা যাবে কে থাকছেন নৌকার মাঝি হিসেবে?