আব্দুল হালিম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ আজ ১৭এপ্রিল(শনিবার) বাদ আসর সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়নের বিদ্যাপতি জামে মসজিদে সিলেট জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইমরান মাহমুদ এর উদ্যোগে প্রায় অর্ধশতাধিক মুসল্লীর উপস্থিতিতে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও জাতীয় নেতা সিলেট ০২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী কে অক্ষত অবস্থায় ফেরত চেয়ে দোয়া মাহফিল অনুুুষ্ঠান করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ই এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির এই নেতা কে গুম করা হয়,যার কোনো হদিস আজ পর্যন্ত মেলেনি। যিনি ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক হিসেবে গৌরব অর্জন করেন। এখানেই থেমে থাকেননি এই নেতা, দেশের কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে সাহসীকতার দৃষ্টান্ত স্থাপন করেন যার খ্যাতি আন্তর্জাতিক পর্যায়েও বিস্তার লাভ করে।
গুমের দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত জনগণ ও দলের সর্বস্হরের নেতা কর্মী মনে করেন তিনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। আবারও দেশের ক্লান্তি কালে স্বাধীনতা সার্বভূমত্ব রক্ষায় এবং দেশের নেতৃত্বের হাল ধরবেন। সিলেটের উন্নয়ন কে আবার তরাম্ন্বিত করবেন।
দোয়া পূর্ব আলোচনায় বক্তাতারা এসব কথা বলেন।