মোহাঃ আশরাফুল ইসলাম
খুলনা সদর প্রতিনিধিঃ
লবণচরা রহমানিয়া মহল্লাস্থ রহমানিয়া জামে মসজিদ সংলগ্ন জাবেদা রহমান ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র আল কোরআনুল কারীম এর ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর শনিবার বাদ জোহর রহমানিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মুঃ নুরুল ইসলাম এবং রহমানিয়া জামে মসজিদ এর ইমাম ও জবেদা রহমান মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম এর যৌথ পরিচালনায় কোরআনুল কারীমের সবক প্রদান করেন খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসা এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ ইমরান।
পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাষ্টার গাজী আফসার উদ্দীন, সেক্রেটারি আমিন আহমেদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর ইসলাম বাবুল,সেক্রেটারি মাহমুদুল হাসান জিকু, মোঃ আরিফ হোসেন মিঠু, মারকাযুল কারীম মাদ্রাসা মোহতামিম হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মোঃ ইয়াসির আরাফাত, আলহাজ্ব মোহাম্মাদ আফজাল হোসেন নুরুজ্জামান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোবারক হোসেন ,আইয়ুব আলী হাওলাদার , মোঃ রেজাউল করিম লিটন ও মোঃ মামুন হোসেন, মোফাজ্জেল হোসেন, শেখ মাসুম মোঃ রাজু রহমান মোঃ বেল্লাল হোসেন ডাঃ মোঃ আবুল হাসান, প্রফেসর রুহুল আমিন, মোঃ আলাউদ্দিন মোল্লা দুলাল, মোহাঃ শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ মাজেদ শেখ, মোঃ আব্দুস সালাম মোঃ আল-আমিন গাজী, মোঃ ফিরোজ শেখ (খোকন) হাফেজ মোঃ আব্দুল হাকিম, লিয়াকত সরদার, মোহাঃ ইমাম হাসান জুয়েল, মলিক, মোহাঃ নজরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মেরাজুল ইসলাম মোহাম্মদ মুন্না আঃ কায়ুম।অনুষ্ঠান শেষে মাদ্রাসার ২৭ জন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে কোরআন কারীমের সবক প্রদান এবং সম্মানননা ক্রেস প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সিয়াম,মোঃ আরাফাত, আলিফ, খাদিজা, মোঃ আব্দুল্লাহ রাহী, সিয়াম, সিফত, ফাহাদ ,মোঃ নাইম, তমিম,শিমু রেদওয়ান, লামিয়া, আফসানা রাজিয়া সুরাইয়া রাফিয়া , মেহজাবীন,নুসরাত,মরিয়ম,ফাহিমা মীম, ফাহিমা আক্তার মৌ, জুবায়ের সাকিব,আফিফা তাবাসসুম,প্রমুখ অনুষ্ঠান শেষে বিষয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়