কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৭.০৩.২০২৪ বৃহস্পতিবার
কুড়িগ্রামের রৌমারীতে ৩১ শত পিচ ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রৌমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে খাটিয়ামারী এলাকার কুখ্যাত মাদক কারবারি ও জহির আলী ফকির (৫০) ও রতনপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি রফিকুল ইসলাম সাগর (৩৭) দ্বয়কে ৩১০৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন জানান গ্রেপ্তারকৃত মাদক কারবারিদ্বয়ের মধ্যে জহির আলীর বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন জেলায় মাদকসহ ৮ টি মামলা ও রফিকুলের বিরুদ্ধে ৫ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।