জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২৯.০১.২০২৫ বুধবার
কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সাইদুরকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় রৌমারী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী বাজার গোলামোড় এলাকা থেকে রৌমারী যাদুরচর এলাকার মাদক কারবারি সাইদুর রহমান (৪৫) কে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।