এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আকারে নির্মিত ম্যুরালটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি। তবে ম্যুরাল উদ্বোধন করতে এসে আমন্ত্রিত অতিথিবৃন্দ লক্ষ্য করেন ম্যুরালের ফলকে অবাঞ্চিতভাবে ঠিকাদারের নাম খোদাই করা হয়েছে। এনিয়ে শুরু হয় গুঞ্জন।
ঠিকাদার মোস্তাফিজার রহমান রবিন প্রতিমন্ত্রীর আপন চাচাতো ভাই হওয়ায় বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস পায়নি কেউই। তবে ঘটনাটি প্রশাসনের নজরে আসলে প্রতিমন্ত্রীকে জানালে তিনি ফলকটি সংশোধনের নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, ঠিকাদার মোস্তাফিজুর রহমান রবিন প্রমুখ।
Leave a Reply