জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১২.০৫.২০২৩ শনিবার
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ ২জন মাদক কারবারি কে আটক ও ১টি ব্যাটারীচালিত ভ্যান জব্দ করেছে পুলিশ।
শনিবার রৌমারী থানা পুলিশের একটি দল ভোর রাতে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রৌমারী বাজার এলাকা থেকে একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে বিশেষ কায়দায় ফিটিং করা ১১ বোতল বিদেশি মদসহ রৌমারী উপজেলার ইছাকুড়ি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মামুন (২২)’ কে হাতেনাতে আটক করে।
এদিকে রৌমারী থানা পুলিশের একটি দল শনিবার মধ্য রাত গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৩১) এর বসত বাড়ির ভিতর থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার অপর একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।