মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃখুলনার রূপসা উপজেলায় ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে মসজিদের ইমামকে লাঞ্ছিত, মসজিদের উপর হামলা ও হিন্দু সম্প্রদায়ের মন্দির ও সাধারনের দোকানপাট ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ ও প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবিতে স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা। আগামীকাল বৃহস্পতিবার রুপসা উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রুপসা থানার ওসি, ইউএও , এবং রুপসা উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আজ ১১ আগষ্ট বুধবার প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সহ-সভাপতি জামির আহ্মেদ মাওলানা মুজিবুর রহমান সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব মাওলানা আসাদুল্লাহ হামিদী ,মাওলানা মাহবুবুল আলম ,জাহিদুল ইসলাম ,মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান মাওলানা আব্দুস সাত্তার , মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান মাওলানা হারুনুর রশিদ এসকে নাজমুল হাসান ইসমাইল হোসেন নেতৃবৃন্দ।